তোমার আমার অল্পকথা
গল্পকথা
নয়তো খানিক কল্পকথা
তাতেই বা কি
কথা তো ঠিক
এদিক সেদিক
লাভ কি ভেবে;
যে যাই বলুক কষ্ট ছাড়া
আর কি দেবে?
লোকের কথায়
কি আসে যায়
কখন কোথায়
ফুল ফুটেছে,
চতুর্দিকে কেবল শুধু
নিন্দাবাদের সোর উঠেছে।
সত্তা তোমায় বলছি শোনো
ঘর গুছোনো
সহজ বটে
কিন্তু তাতে পরের হাতে
উল্টোসিধা গল্প রটে;
নিজের হাতে তাই নিয়েছি
নিজের দ্বায়,
আল্লা’ পাকের গোলাম শুধু
আর কিছুতে কেয়ার নাই।