একান্ত বাক্যেরা-১২ / সাইফ আলি

যখন সবাই চাঁদের আলোয় ভিজছিল
আমিই কেবল শুকনো পাতার মর্মরে,
চাঁদ হঠাৎই সবার কথা বাদ দিয়ে
অরণ্যে চায় ঘুরতে আমার হাত ধরে।

এখানে আপনার মন্তব্য রেখে যান