কেউ তোমাকে মেঘলা ভাবে
কেউ ভাবে কালবৈশাখী,
আমার কেবল ভাবনা হারায়
দেখে তোমার কাজল টানা
স্বপ্নভরা দুই আখি।।
কেউ তোমাকে বর্ষা ডাকে
কেউ বা বলে জলের ঢেউ,
আমিই কেবল তোমার চোখের
নীল সাগরের জল সেচি;
তুমি আমার আকশে হও
রঙিন মেঘের কারসাজি।।
তুমি মেঘের মতো নানান রঙে
রাঙতে চাইলে নেই মানা,
শিল্পী আমি রঙ চড়াবো
তোমার সকল ক্যানভাসে;
ইচ্ছে হলে হতেও পারো
পোষ না মানা বনপাখি।।
এখানে আপনার মন্তব্য রেখে যান