যাত্রি আমি এমন / সাইফ আলি

তোমার চোখের অন্তরালে জাহাজডুবির ভয়
সেই জাহাজের যাত্রি আমি, আমার পরিচয়
জানতে তোমার আগ্রহ নেই মোটে;
কারণ কি এই আমার মতো যাত্রি রোজই ওঠে?
উঠতে পারে কিন্তু জেনো যাত্রি আমি এমন
জাহাজটাকে ভীষণ ভালোবেসে
ডুবতে রাজি পাগল প্রেমিক সহজভাবে হেসে।

এখানে আপনার মন্তব্য রেখে যান