তোমার আকাশে কেউ ডানা মেলে
তুমি কারো আকাশের পাখি…
তোমার আঁধারে কেউ পথ ভোলে
তুমি কারো রাতের জোনাকি।।
তুমি কারো বরষা, অঝর ধারা
তোমার আকাশে কেউ ঘন মেঘ;
কেউ ভরা কদমের দুলে ওঠা ডাল আর
তুমি কারো সন্ধ্যার বৃষ্টি আবেগ।
তুমি কারো ভেজা দুটো আখি…
তুমি কার কে তোমার এ কঠিন প্রশ্নের
সমাধান হয়তো বা মিলবে না
যেভাবে মেলেনি ঐ স্বপ্নের নীলাকাশ
দিগন্ত ছুয়ে আসা সোনালী চিলের;
তুমি কারো ঝরনা, শীতল চলা
তোমারই বুকে কেউ ঝরনার ঢেউ;
তোমারই সুর নিয়ে বয়ে চলা নদী তার
প্রেমের সাগর ছোঁবে; সেই মিলনেও
হয়তো থাকবে তুমি হয়ে সুর সাকি;
তুমি কারো সন্ধ্যার ভেজা দুটো আখি…