একটা ছোট্টো পাতার বাঁশি
এক প্রহসন বুকে নিয়ে বাজছে নিরন্তর,
শুন্য ছাড়া কি আছে তার
বুকেরই ভিতর..।।
বাঁশির চোখে জল ধরে না
নেইতো আকাশ বাড়ি,
তারায় তারায় শব্দ বুনে
আঁন্ধারে সওয়ারি;
বাঁশি, বাজতে থাকে বাজায় তারে
নিপূণ কারিগর…
শুন্য ছাড়া কি আছে তার
বুকেরই ভিতর..।।
পরের সুরে গান ধরে সে
পরের দুখে পোড়ে,
শূন্য আকাশ জুড়ে বাঁশির
হাজার পাখি ওড়ে;
পাখি উড়াল শেষে ভিন্ন দেশে
বাঁধে নিপূণ ঘর,
বাজতে থাকে পাতার বাঁশি
পুড়িয়ে অন্তর।।
(উৎসঙ্গে প্রকাশিত)
মন্তব্য করুন