প্রজাপতি…
তোমার নাজুক ডানা সামলে রাখো
আজ ঝড় বাদলের দিন,
আজ মাতাল হাওয়ার দিন।
দেখো চতুর্দিকে বৃষ্টিদিনের চলছে আয়োজন…
আজ আকাশ কেমন থমকে আছে
মেঘ করেছে কালো,
তুমি বাসায় ফিরে পারো যদি
সন্ধ্যা প্রদীপ জ্বালো;
আর সামলে রেখো তোমার সকল রঙিন আভরণ।।
আর আমায় যদি বন্ধু ভাবো
তোমার জন্য বুকে
একটা রঙিন ঘর বাঁধাবো
আগুন দেবো ফুঁকে;
তুমি সেই আগুনে আরশি মেলে সাজিয়ো তখন।।