কার ঘরেতে আগুন লাগে
জ্বলে কার অন্তর,
দরজা খুলে সবাই খোঁজে
ঘরের ভেতর ঘর।
একটা ঘরের পর্দা নাড়ে অন্য ঘরের হাওয়া,
দরজা খুলে অন্দরে তার সরব আসা-যাওয়া।
পুরোন চালার ছিদ্র গলে জোসনা নামে রাতে,
তখন সে ঘর পিরিত জমায় অন্য ঘরের সাথে।
ওরে, ঘরের সাথে ঘরের পিরিত
মেলে না উত্তর;
দরজা খুলে সবাই খোঁজে
ঘরের ভেতর ঘর।
ঘরের মালিক ঘর ছেড়ে সে পাহাড় নদী মাপে
মাতাল হাওয়ায় ঘরের খুঁটি থরথরিয়ে কাঁপে।
উড়ো পাতায় পত্র আসে ঘর তুমি ঘর নও
তোমার ভেতর বাস করে যে তার ঘরনী হও।
মন জানালা উদোম রেখে
ঘর খোঁজে কোন ঘর;
দরজা খুলে সবাই খোঁজে
ঘরের ভেতর ঘর।
ঘরের মালিক লাপাত্তা হয় বন-বাদারে গিয়ে
ঘরের সাথে অন্য ঘরের জোছনাতে হয় বিয়ে।
এখানে আপনার মন্তব্য রেখে যান