নাটাই-বালক-ঘুড়ি / সাইফ আলি

নিজকে তুমি ভাবছো নাটাই
ঘুড়ির কপাল তোমার হাতে
কিন্তু বালক করছে খেলা
তোমার সাথে বুঝলে না;
পরেরটা তো ঠিক বুঝেছো
নিজের বেলা বুঝলে না।

নিজকে তুমি ভাবছো রাজা
সিংহাসনে অন্য কেউ;
দু’চোখ বুজে দাঁড়িয়ে ছিলে-
দাঁড়ায় তোমার জন্য কেউ?

এখানে আপনার মন্তব্য রেখে যান