উড়তে উড়তে একটা পাতা
উড়তে উড়তে ঘুড়ি
উড়তে উড়তে মেঘের থেকে
বৃষ্টি গুড়ি গুড়ি…
আমি উড়ছি শুধু উড়ছি…
উড়ছে পৃথিবী এ চন্দ্র-তারা
উড়ছে এ মহাবিশ্ব,
উড়ছে মানুষ টাকার কুমির
কিংবা অসহায়-নিঃস্ব।
আমি তাদের সাথে ডানা মেলে
উড়ছি কেবল উড়ছি …
নাটাই সুতোয় ঘুড়ির ওড়া
পাখির ওড়া ডানায়,
মেঘের ওড়া হাওয়ায় হাওয়ায়
আমার ওড়া মায়ায়।
উড়াল মায়া উড়াল জীবন
উড়াল এ চন্দ্র-তারা,
যেদিন হারাবে প্রভু তোমার
মায়াবী নূরের ইশারা।
জানি থামবে সেদিন উড়াল সময়
খুড়ছি সে কবর খুড়ছি…
জাজাকাল্লাহ,
ভালো লাগলো।
LikeLike
ধন্যবাদ ভাই
LikeLike