শহরের ব্যালকোনিতে
উড়ছে উড়ছে
নিকোটিন ভেজা ধোঁয়া-
আর পুড়ছে এক যন্ত্রিক ফুসফুস।
আছে বসরায় এক গোলাপের
কিছু ঝিমিয়ে পড়া ডাল
আছে নিশ্চুপ মহাকাল;
আর রোবোটিক নিশ্বাস-
আহা! শহুরে দীর্ঘশ্বাস…।।
আছে আকাশের সাথে মিতালি করে
দাঁড়িয়ে ছায়া দেয়ালের,
আছে আঁধারের হাতে জানালায় কিছু
যোগাযোগ মন-খেয়ালের।
আর ধোঁয়াটে কিছু স্বপ্নের সাথে
যান্ত্রিক বসবাস।।
আহা! ব্যালকোনি দোলে কেদারায় মাঝ রাত্রে
আহা! ব্যালকোনি খোঁজে আগামীর এক
মোহনীয় সূর্য-সকাল…
এই শহরের হাতে কাশবন-নদী
পাহাড়ের মায়া হেয়ালের,
আছে সুখ সুখ মুখে চাটুকার কিছু
মুর্খ রাজ-শেয়ালের
আর ধোঁয়াটে কিছু স্বপ্নের মিছে
যান্ত্রিক বসবাস।।