উৎসর্গ
দিয়েছি সর্বস্ব সঁপে তোমার চরণে,
রাখিনি নিজের করে কিছু, হে মুজিব;
যখন গিয়েছি জেনে জীবন মরণে,
মৃত্যুভয়ে ভীত যারা, তারা ঘৃণ্য ক্লিব।
তুমিই বাংলাদেশ তুমিই পতাকা
স্বাধীনতা সার্বভৌম প্রাণের উল্লাস;
তোমার চরণে, বীর, এ খড়গ রাখা,
মূর্খ তারা, যারা ভাবে কাটি এতে ঘাস!
শিখিয়েছো নিত্য তুমি সংগ্রামসমর,
শেষ রক্তবিন্দু দিয়ে রুখতে শত্রুকে,-
যে মরে দেশের জন্যে, সে-ই তো অমর;
তোমার সাহস তাই পুষি এই বুকে।