যারা জমে থাকে
তারা গলে যায়
যেমন বরফ-
যেমন দৃষ্টি
এবং কবিতা…
যারা জমে ছিলো বছরের পর বছর
এই কথা ভেবে, গলনাঙ্কের আগেই
লেখা হবে সমস্ত অনু-পরমানু;
অনুভুতির চৌবাচ্চা উপচে পড়ার আগেই
ভরে যাবে ডায়েরির সবগুলো পাতা!
তাই কি হয়!?
দৃষ্টির শীতলতা জমিয়েছে যাকে
তাকে তার উষ্ণতা ছোঁবে না কখনো!?
শীতল কাব্য যার আবেগের হৃদযন্ত্র মাপে
রক্তাক্ত কবিতার তাপে
গলবে না অনুভুতি তার!?