কষ্টেরা এসে বলে যায় কানে কানে
এই রাত এই জোছনা সে কথা জানে
যে কথা জানে না সকালের সোনা রোদ-
সুখ হেসে বলে কেন মিছেমিছি রাত্রিকে শুধু টানো
সেখানে আমার ঢের অধিকার সে কথা তুমি তো জানো!
রাত বলে তোরা জোড়া দুই ভাই ঝগড়া করিস খালি
আমি কি কাউকে ভুখা রেখে কারো সোনার চামচে পালি?
দু’জনায় তোরা সমানে সমান কেউ যাস কারো কম
ভাই ভাই তোরা গলাগলি করে থাকাটাই উত্তম।
আমি বলি আহা! রাত্রি জননী মমতা তোমার বড়
আমাকে শেখাও একসাথে বুকে কিভাবে লালন করো…
এখানে আপনার মন্তব্য রেখে যান