একটি অপরিণত লাল গোলাপের শুভেচ্ছা রইলো
যে কিনা গত সাতাশ বছর যাবৎ ফোঁটার চেষ্টা করছে;
একটি শরতের বৃষ্টিহীন মেঘের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো-
শুভেচ্ছা রইলো একটা অপক্ক স্বপ্নের
চোখের দরজা ছাড়াই যে কিনা অন্দরমহলে প্রবেশ করেছিল
এবং কর্তাজন তাকে অবাঞ্চিত বলে ঘোষণা করেছেন অতি সাম্প্রতিক
তবু তার দাম্ভিকতা কমেনি; বলে গেছে, পাহারাদার চোখ তাকে
কোনোভাবেই আটকে রাখতে পারবে না!
সবশেষে একটি সদ্য অঙ্কুরিত ভালোবাসার শুভেচ্ছা-
ইচ্ছে করলেই তা মহীরূহে রূপ নিতে পারে।
মন্তব্য করুন