তোর সাথে সেই নৌ ভ্রমনের দায় / সাইফ আলি

তোর সাথে সেই নৌ ভ্রমনের দায়
ফেললো আমায় এ কোন দরিয়ায়?
দেখি চতুর্দিকে লোনা পানি, কূল কিনারা নাই
জলের কূল কিনারা নাই…।

তুই পাখির মতো উড়াল দিলি
বিপদ বুঝে মন;
সাড়ে’তে হাত মাটির দেহ
করি কি এখন?
হায়রে, মেলে না উপায়।

তোর রঙ্গে ভরা দুনিয়া অথৈ
তুই মেঘের সাথে ভাব জমিয়ে বৃষ্টি মাখিস গায়
আর যখন তখন মেলিস ডানা নীলের সীমানায়
আমি অবাক চেয়ে রই…

তোর শাদা কাগজ ইচ্ছে রঙে
যখন তখন রাঙে,
নদীর মতো আমার দু’কূল
তোর ঢেউয়েতে ভাঙে;
ও তোর বন্ধু হওয়া দায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান