বোঝোনা কি কথা রাতের কাব্য হয়
বোঝোনা কি সুখে দুলে ওঠে পালোকেরা
ভাসতে ভাসাতে ওস্তাদ যতো চঞ্চল বালোকেরা
কোন সুরে কথা কয়!
মেটেনা কখনো যৌক্তিক কলস্বর
স্বৈরাচারের রক্তচক্ষু লালে,
বার বার তার নিখুঁত সাক্ষ্য
দিয়ে যায় মহাকালে।
বোঝোনা কি কথা রাতের কাব্য হয়
বোঝোনা কি সুখে দুলে ওঠে পালোকেরা
ভাসতে ভাসাতে ওস্তাদ যতো চঞ্চল বালোকেরা
কোন সুরে কথা কয়!
মেটেনা কখনো যৌক্তিক কলস্বর
স্বৈরাচারের রক্তচক্ষু লালে,
বার বার তার নিখুঁত সাক্ষ্য
দিয়ে যায় মহাকালে।
মন্তব্য করুন