হয়তো আমার আঙুল ছোবে না তোমার মেঘ
দুচোখে দুচোখ মিলবে না কোনোদিনও
তবুও শ্রাবন বয়ে নিয়ে এলে অঝর সন্ধ্যা
ভালোবাসা ক্ষিণ
আমার জন্য রেখো;
আমাকে তোমার আঁধার বলেই চিনো…।
হয়তো বা কথা, না বলা সে কথা গহীনে তলিয়ে যাবে
বিজন বনের ঝরাপাতা-প্রেম মর্মরে খুঁজে পাবে
ভালোলাগা কিছু সুর
হয়তো কখনো মুছে যাওয়া ঢেউ পাবে না সমুদ্দুর;
পাবে না সে কোনোদিনও-
এখানে আপনার মন্তব্য রেখে যান