পাল্টে ফেলুন ভাবনাগুলো
পথের ধুলো মাথায় করে আর কতোকাল মিথ্যে মায়ায়-
জীবনটা কি বিকেল বেলার আগুন মেঘে দৃশ্য আঁকা
কিংবা রাতে নীলাভ তারায় ঝুলতে থাকা
কাব্য শুধু!?
জীবন ধুধু মরূর মতো বললে সেটাও ভ্রান্ত হবে
ভ্রান্ত হবে তাজমহলের গহীনতর বিষন্নতা;
জীবন নদীর স্রোতের মতো পাহাড় চুয়ে সাগরমুখী
এবং মেঘের উড়াল জীবন, বৃষ্টি হয়ে ঝরতে থাকা।
ভাবনা গুলো কাছাকাছি কিন্তু দুটো গল্প আছে-