একান্ত বাক্যেরা-১৬ / সাইফ আলি

চোখ ঢেকে দাও চোখের পাড়ায় কষ্ট
চোখ ঢেকে দাও যাচ্ছে পুড়ে দৃষ্টি
নষ্ট আলো নষ্ট আঁধার নষ্ট
চোখের পাতায় একটু ঝরাও বৃষ্টি!

এখানে আপনার মন্তব্য রেখে যান