ভুল / সাইফ আলি

এ হাতে রঙ ছিলো না তোমায় দিতাম,
যা ছিলো পাংশু কেবল বিষন্নতা;
কি ভুলে বলতে গেলাম মনের কথা
কেনো যে ডুবতে গেলাম পুশকনিতে,
যদি তা সাগর হতো, তাও মানাতো।

এখানে আপনার মন্তব্য রেখে যান