কখনো তোমাকে দেখেছি, তুমি ছিলে
যেখানে মিছিলে গোলাপ ফুটে ছিলো, তুমি ছিলে
যেখানে শ্লোগানে মুখর কণ্ঠ মেতেছে চায়ের আবেশে; তুমি ছিলে…
কখনো তোমাকে দেখেছি ফেস্টুনে
কিংবা রঙিন পোস্টারে লেখা গোটা গোটা অক্ষরে-
তুমি ছিলে কারো চিন্তার সাথে, চেতনার সাথে মিশে
তুমি ছিলে …
তুমি ছিলে …
শত সংকটে প্রতিবাদে-
কখনো তোমাকে শুনেছি উচ্চারণে
কবিতার উৎসবে-
কলমের উৎসবে-
হৃদয়ের উৎসবে; তুমি ছিলে…