যদি দেরি হয়ে যায়
তবে ধরে নিস সেই ফেরি হয়ে যাওয়া স্বপ্ন খুঁজতে গিয়েছি,
যদি আসলেই খুব দেরি হয়ে যায় বন্ধু
তবে ধরে নিস সেই পিছুডাক আমি এড়াতে পারিনি কিছুতেই।
সেই বিজন মাঠের গল্প দিলো না মুক্তি
সেই একাদশী চাঁদ, মেঠো পথ; সেই প্রান্তর
কড়া যুক্তির কোনো বন্ধন মানলো না
আহা! কিছুতেই জানলো না
আমরা কেমন ভালোবাসা দিতে জানি
ঐ চাঁদ, ঐ দূর আকাশের রানী!
যদি দেরি হয়ে যায় বন্ধু
যদি আসলেই খুব দেরি হয়ে যায় ধরে নিস
কিছুতেই আমি ফেরাতে পারিনি দৃষ্টি
সেই পাহাড়ী কঠিন সবুজের বুক থেকে;
সেই ঝরনার মায়া ফেরাতে পারিনি কিছুতেই।
আমি প্রগতির এই ঝাঝালো নদীতে সাঁতার কাটতে পারিনি;
কিছুতেই আমি পারিনি-