সমস্যাটা জটিল বড়
রঙ তামাশার সুমায় না,
রাত্রি জেগে পার হয়ে যায়
একটুও সে ঘুমায় না;
চিন্তা কিসে? বললে পোলা
তাকায় থাকে আনমনে,
দশজনে কয় বাড়ছে বয়স
হয়তো কারো টান মনে।
কিন্তু পোলার চুল পেকে যায়
চাকরি পাবার টেনশনে,
ফেসবুকে তার খবর মেলে
‘নতুন আদু’ মেনশনে।
বি সি এসের চক্করে তার
মুখস্থ সব দেশ-বিদেশ,
তবু পোলার জ্ঞান বাড়ে না
পড়া লেখার হয়না শেষ।
বত্রিশে তার চাকরি পাবার
খবর পেয়ে বাপজানের
নড়বড়ে হার্ট থমকে দাঁড়ায়,
খুশিই ছিলো পাপ জানের!
পোলায় এখন চাকরি করে
বিয়ের কথা ওজন পায়,
বন্ধু লোকের ছোট্ট দাবি
চমকপ্রদ ভোজন চায়।
বাজেট শুনে পাঁচ বছরের
সঞ্চয়ে তার বাশ পড়ে,
পোলার চুলে পাক ধরেছে
গভীর দীর্ঘশ্বাস পড়ে।
মন্তব্য করুন