মুছে গেলে কি হয় একটা রাত
ছিড়ে গেলে কি হয় একটা পাতা
যেখানে অনেক রাতের মায়া
সাজিয়ে পূর্ণতা পায় এক জীবনের খাতা-
মুছে গেলে কেবল একটা দিন
কি এমন ক্ষতির হিসেব আসে,
হাজারো দিনের হিসেব ভুলে
যে মানুষ থাকতে ভালোবাসে।
জীবনের অল্প কিছু স্মৃতি
নিয়ে তো সুখেই আছি আমি,
সময়ের অল্প কিছু পাতায়
লেখেছি ভালোবাসার নামই।