তুমি কেমন যেনো / সাইফ আলি

তুমি কেমন যেনো
চালচলনে মিলছে না ঠিক; কেমন যেনো!

ভ্রু দুটো ঠিক চিলের মতো
দৃষ্টি আকাশ নীলের মতো
নাকটা কেমন বেয়াড়া এক কিশোর বালক; রগচটা!
মুখিয়ে থাকে। সবকিছুতে জেতার
কেমন একটা ভীষণ প্রবনতা।

আচ্ছা তোমার ভয় করে না, যদি
উড়াল শেষে বাসায় ফিরে দেখো
সাজিয়ে রাখা স্বপ্নটাকে ভেঙেই রেখে গেছে,
অথবা এক ভীষণ ঝড়ে মাঝ সাগরে তুমি
ভীষণ রকম দুলছে জাহাজ তোমার; তখন?
কেমন করে হাসছো তুমি, শোনো-
কেমন করে তারার মতো স্বপ্ন তুমি বোনো!?

এখানে আপনার মন্তব্য রেখে যান