হয়তো কিছু সুর হাঁটে না রোদ্দুরে
অথবা যায় না সে নীল সমুদ্দুরে
নিরবে নিভৃতে সে সুর হয়তো বা
জোসনা ছুঁয়ে আসে রাতের অঙ্কুরে।
হয়তো কিছু গান কণ্ঠে বাজলো না
অলংকারে খুব কখনো সাজলো না
কিন্তু গুনগুন হৃদয়ে তুললো সে
মায়াবী রাগ; হায় কণ্ঠ ভাজলো না।
হয়তো কিছু কথা বাতাস নাড়লো না
কারোর ঠোঁটে ঠোঁটে কখনো বাড়লো না
কিন্তু অবসরে নিখুঁত অবয়বে
বসলো সম্মুখে, সহজে ছাড়লো না।
সে সুর, সেই গান অথবা সেই কথা
কেটেছে দাগ ঠিকই, ভেঙেছে নিরবতা।