মুখোশ খুলে বললে- নাও, এবার হলো;
আমি দেখলাম আরেকটা মুখোশ একটু আলগা হয়ে ঝুলে আছে-
তুমি হয়তো আমার চোখের ভাষা বুঝতে পেরেই ঝুলে পড়া মুখোশটা সরিয়ে বললে-
সত্যি বলছি, এবার অরজিনাল একদম, দেখো…
আমি মুগ্ধ চোখে দেখলাম, তুমি কেমন নির্লজ্জের মতো একের পর এক মিথ্যে বলে চলেছো!
নিজেকে আড়াল করতে এতগুলো মুখোশের আশ্রয়!?
তারপর দেখলাম, তুমিও কেমন অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছো, কিছু একটা বুঝতে চেষ্টা করছো হয়তো; কি সেটা? আমাকে বলো-
তুমি আমার দিকে এগিয়ে এলে, তারপর আমার মুখে হাত রাখতেই আমি সরে দাঁড়ালাম- কি করছো?
তুমি বললে- মুখোশ…