শহর-ধুলো-মেঘের তুলো
দশতালা সুখ এবং অসুখ
এবং কিছু রুটির প্যাকেট
কলার খোসা, চায়ের পাতি
বৃষ্টি এবং হলুদ ছাতি,
গাড়ির চাকা-অচল টাকা
সব মিলিয়ে রাস্তা বাঁকা;
রাস্তা বাঁকা, রাস্তা বাঁকা…
দেয়াল দেয়াল এবং শেয়াল
এবং কিছু স্বপ্নদোষের
জীবনকোষের মৃত্যুস্মৃতি,
স্বজনপ্রিতি এবং বেকার
রাখবে খবর বলুন কে কার;
কার হুকুমের মিঠাই(!) নিয়ে
রাত্রি-ঘুমের ঘটছে ইতি
এবং নীতি নিষ্ঠা ছাড়াই
ঘটছে দারুণ পদোন্নতি?
বলতে পারেন কালের গতি
কিন্তু তাতে যায় সমাধান আঁকা?
সব মিলিয়ে রাস্তা বাঁকা;
রাস্তা বাঁকা, রাস্তা বাঁকা…