অধিকার শব্দটা ভয়ানক বড়
বার বার শাসকের ভিত নড়ে ওঠে!?
কর্তব্যের সাথে বোঝাপড়াহীন
অধিকার ঘুরে ফিরে বাজে ঠোঁটে ঠোঁটে।
খাদ্যের অধিকার নিয়ে তুমি আছো
অথচ তোমার পাশে ভুখা থাকে যারা
তাদের তোমার চোখ দেখেনা কখনো;
তোমার কণ্ঠ তাই সূচনা করে না কোনো
নতুন দিনের-
বস্ত্রের অধিকারে তোমার বিবেক
মৃয়মান, যেহেতু সে অভাব বোঝে না;
মূলত সবাই শুধু স্বার্থই বোঝে,
অন্যের কষ্ট খোঁজে না।
কথা বলো, সে তোমার অধিকার বটে
কিন্তু সে কটু কথা অন্যের ভাঙলে হৃদয়
অধিকার কোন পথে যাবে?
তোমার তো ঘর আছে,
ঘরের ইস্যুতে তুমি নাড়বে না ঠোঁট;
উদ্বাস্তুর কোনো খবর রাখোনা।
এইখানে অধিকার নিরবতা জানে…
কর্তব্যের সাথে বোঝাপড়াহীন
অধিকার বাক্যের মূল্য থাকে না;
কারো বিবেকেই কোনো চিহ্ন আঁকে না।