আকাশ পড়বে ঢাকা
দোহায় তোমার চোখের পর্দা টেনোনা
দরিয়া দেখবে ধুলো
দোহায় দোহায় এমন সূর্য এনোনা!
পাগলের এই খা’ব
শুনে যদি ফোটে জোনাকির মুখে হাসি
তবে তাই ভালোবাসি।
আকাশ পড়বে ঢাকা
দোহায় এমন নষ্ট দেয়াল তুলোনা;
বাসি পতাকার মোহে
প্রতিহিংসার জানালা তোমার খুলোনা।
সারামাস আমি জোছনা কুড়োবো
এমন স্বপ্নে ভাসিনি,
তাই বলে তুমি বলতে পারো না
একটুও ভালোবাসিনি।