তুমি ঘুমাও নিটোল জলে
তোমার স্নিগ্ধতা পাক ধরা,
তুমি ঘুমাও আরাম করে
আমার হৃদয় শিকল পরা।
তুমি ভাসছো দারুণ সুখে!
নাকি চোখ রেখেছো কাঁধে,
আমার লাগছে ভীষণ বোঝা
তোমার এমন প্রতিবাদে।
তুমি ঘুমাও চাঁদের বেটি
তোমার আকাশ সাজুক তারায়,
আমি ব্যর্থ প্রেমিক তোমার
ভীষণ লাজুক দিশেহারায়!
দেখো আজব কাটাতারে
আমার ছিন্ন শরীর কাঁদে,
আমার লাগছে ভীষণ বোঝা
তোমার এমন প্রতিবাদে।
