আঙুল ধরেছো যদি / সাইফ আলি

আঙুলের দাগ যদি ঘুচে যায়
মুছে যায় পলকের অভিনব চাহনি আমার
কোন সে বিচারে তুমি চিনবে আমায়?
সখী, কোন মুদ্রায় বলো কিনবে আমায়…

শব্দের মোহ যদি নাই টানে আর
হাতে হাত রেখে যদি জীবন চলার
সব দাগ মুছে যায় কোনো সন্ধ্যায়
তবে কোন সে বিচারে বলো চিনবে আমায়?
সখী, কোন মুদ্রায় বলো কিনবে আমায়…

অঙ্গিকারের সব নথি যদি আজ
ভেসে যায় সময়ের কালস্রোতে তবে
বিকেলের সতর্ক দৃষ্টি তোমার
খুঁজবে কি পুরাতন খেয়ালের ঢেউ
নাকি অবসর ভেবে সাজবে আবার
নতুন হেয়ালে তুমি বাজবে আবার?

শরীর হারালে পাবে শরীর আবার
হৃদয় হারালে সখী মেলেনা উপায়;
আঙুল ধরেছো যদি ছেড়ে দিতে পারো
ভুল চিঠি পাঠিওনা এই ঠিকানায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান