তুমি ঘুমাও নিটোল জলে / সাইফ আলি

তুমি ঘুমাও নিটোল জলে
তোমার স্নিগ্ধতা পাক ধরা,
তুমি ঘুমাও আরাম করে
আমার হৃদয় শিকল পরা।

তুমি ভাসছো দারুণ সুখে!
নাকি চোখ রেখেছো কাঁধে,
আমার লাগছে ভীষণ বোঝা
তোমার এমন প্রতিবাদে।

তুমি ঘুমাও চাঁদের বেটি
তোমার আকাশ সাজুক তারায়,
আমি ব্যর্থ প্রেমিক তোমার
ভীষণ লাজুক দিশেহারায়!

দেখো আজব কাটাতারে
আমার ছিন্ন শরীর কাঁদে,
আমার লাগছে ভীষণ বোঝা
তোমার এমন প্রতিবাদে।

21077544_1479462602142747_5122700430393207718_n
মায়নমারে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার  একটি নির্মম চিত্র