আমার চাঁদ ভেসে যায় জলে
আমি সাঁতার জানি না তো,
তুমি কোথায় থাকো মায়া
কোথায় কোন আঁধারে মাতো।
আমার শব্দ ফুরোয় আমি
কেমন শুন্য পুষি বুকে,
তুমি মিথ্যে থিয়েটারে
কাকে করছো বরণ ঝুকে!?
আমি ফিরছি আমার ঘরে
নিয়ে ক্লান্তি-অবশতা,
পারো, বলতে আমায় খুনি
আমি মানছি এ ব্যর্থতা।