কেমন টলটলে মেঘলা চোখ দুটো তোর
অঝর টুপটুপ বৃষ্টি মাখছে দুপুর
অবশ অনুভুতি কাঁপছে বুকের ভিতর
বাজছে এ কেমন মরূর ঝড় তোলা সুর।
মোমের চাঁদ দূরে, আকাশ মাখা মাখা প্রেমে
তুলোর মেঘফুল ভিজছে কি দারুণ তাতে
নিরব চার চোখ নীলাভ জানলার ফ্রেমে
একটা কবিতার অলংকার নিয়ে হাতে ।
কেমন ছলছল বরষা, ভেজা হাওয়া;
চোরের মতো তোর নিরব আসা-যাওয়া!