একটা গান বানাওনা কবি একটা গান
একটা গান বানাওনা নাম হবে আরাকান
একটা গান বানাওনা যার কোনো ঠিকানা থাকবে না
একটা গান বানাওনা যার কোনো ঘর থাকবে না…
গানের বুক পুড়ে যাবে বোমার আঘাতে
গানের লাশ ভেসে যাবে নাফ নদীর স্রোতে
গানের বাবা-মা পরিবার কেউ থাকবে না
গানের নাম হবে রোহিঙ্গা, ‘মানুষ’ ডাকবে না।
বারশত বছরের ইতিহাস
পিঠে করে বয়ে যাবে এই গান,
তারপর ফুসে উঠে বলবে সে-
আরাকান, নাম আমার আরাকান।
একটা গান বানাওনা কবি একটা গান
একটা গান বানাওনা নাম হবে আরাকান…