প্রার্থনা / সাইফ আলি

আমি তোমার তারিফ করতে করতে মরণ আমার চাই
আমার শেষ নিঃশ্বাস পড়ে যেনো তোমারই সেজদায়।।

ক্ষুদ্র আমি, নাজুক আমার বুকেরই অন্দর
তার মাঝে কি মায়া দিলে ওগো কারিগর
সেই মায়ার টানে জীবন তরী
ভুল স্রোতে গা ভাসায় যদি
সরল পথের দিশা দিও আপন মহিমায়।।

দেখতে দিলে শুনতে দিলে বলতে দিলে কথা
অনুভুতির নামে দিলে আজব নিরবতা
আমি কূল-কিনারা পাইনে প্রভূ তোমার ভালোবাসার
প্রভূ তোমার ভালোবাসার…

নিঃস্ব আমি, শূন্য আমার ছোট্ট মাটির ঘর
নাজুক পাতার মতো কেমন কাঁপছে থরথর
সেই পাতার বুকে ছোঁয়াও প্রভূ
তোমার নূরের একটুখানি
গোলাম বলে জায়গা দিও আরশ ছায়ায়।।

এখানে আপনার মন্তব্য রেখে যান