এখনো আকাশ ভেজে মেঘের জলে
বাতাসে ছন্নছাড়া ফুলের রেণু
বোঝো কি পাখির ভাষা কিংবা পাতার
যদি সে বনপোড়া হয় শহরবাসী?
পাহাড়ের সবুজ সুখে হাত রেখেছি
ঝরনা যাচ্ছে বয়ে বুকের ভিতর
সে পাহাড় মেঘের তুলো মাথায় মাখে
শুনেছো কান পেতে তার অট্টহাসি?
এখনো আকাশ ভেজে মেঘের জলে
এখনো বৃষ্টি নামে অঝর ধারায়।