তুমি বাংলাদেশের এক স্বচ্ছ স্রোতস্বিনী
পদ্মার মতন মরা নদীর ধুলোয়
আনলে এমন তীব্র জলের জোয়ার
দুকূল ছাপিয়ে বন্যা আসে জীবনে আমার।
এতদিন আমার নদীতে শুধুই রোদের চাষবাস
পলি জমে ফসল ফলেনি, জন্মায়নি কোনো কাশ
কেবল সূর্যের অত্যাচারে ধুধু হাহাকার
বালুচরে পথিকের ফোসকাপড়া পায়ে পারাপার।
এখন উত্তাল ঢেউ, স্বপ্নের মাছেরা দেয় টোকা
কল্পনার পলি পড়ে বিরান মনের ভাঁজে ভাঁজে
আগামীর সবুজতা উঁকি মারে সময়ের খাঁজে খাঁজে
ফুঁসে ওঠা এ নদীকে যাবে না কখনো রোখা।