তুমি জাগো
তমি জাগলেই আর অভিযোগ থাকবে না
তুমি জাগলেই আর এ ব্যর্থতার ইতিহাস থাকবে না
তুমি জাগো-
মাটিতে কাদায় মুখ গুঁজে আছে মতিহার
স্রোতে ভেসে ভেসে কতদূর যাবে ঐ চাঁদ বলো আর
পুড়ে ছায় যত আশার বসতি গোলাপের সংসার
এই ভার
পিঠে তুলবার ক্ষমতা আমার জাগো
একটু বিবেক মমতা আমার জাগো
তুমি জাগো
তুমি জাগলেই আর অভিযোগ থাকবে না
তুমি জাগলেই আর এ ব্যর্থতার ইতিহাস থাকবে না।