আর জোনাকি জ্বলবে না কখনো এ রাতে
এমনটা বলোনা না গো প্রিয়
আর মানবতা হাসবে না কখনো কোনোদিন
বলো না সে কথা- দেখে নিও
মানুষ এখনো হার মানেনি…
টুকরো পৃথিবী রাষ্ট্রের কাটাতারে
পুজিবাদী চেতনায় মত্ত
হয়তো মানুষ আজ ভুলেছে নিজেকেই
হারিয়েছে তার মনুষত্ব
তাই বলে এ আঁধার কাটবে না বোলো না
সূর্য এখোনো নিভে যায়নি।
মাঝে মাঝে পাতা ঝরা ঝড় ঠিকই আসবে
দাবানলে ছায় হবে সাজানো বাগান
তাই বলে বৃক্ষে সবুজ জাগবে না
পাখি কি গাইবে না নতুন নীড়ের গান?
কষ্টের পরে ঠিক ফিরেছে বারেবার
সুখ পাখি তুমি কি তা জানো না,
ঘৃণা আছে পাশাপাশি আছে প্রেম ভরা মন
তুমি কি এ সত্য মানো না?
এখনো হয়তো আছে স্বার্থের শকুনেরা
তাই বলে ভলোবাসা, আশা তো ফুরায়নি-
মন্তব্য করুন