কেউতো ভালোবাসছিলো / সাইফ আলি

যখন তোমার ডানায় আমার আলো দুপুর রোদেও চমকালো
সূর্য অবাক তাকিয়ে ছিলো;
হাবার মতো বাতাস ভিষণ হাসছিলো-
দূর থেকে সুর আসলো ভেসে- কেউতো ভালোবাসছিলো!!

তুমি তখন অন্য মনে উড়ছিলে;
আকাশ জুড়ে কেবল শুধুই উড়ছিলে?

এখানে আপনার মন্তব্য রেখে যান