বৃষ্টিভেজা চাঁদরাতে / সাইফ আলি

এই রাত যদি আজ মেঘ জোছনার খুনসুটিতে মেতেই ওঠে
আর চাঁদ যদি তার উদাস হওয়ার ভঙ্গিমাটা জড়ায় ঠোঁটে
আমি কোন বেদনায় কাঁদবো বলো আমার কি আর দুঃখ আছে
আকাশ ভরা লক্ষ তারার স্বপ্ন আছে আমার কাছে।

ও বৃষ্টি তোমায় দাওয়াত দিলাম আমার উঠোন ভেজাও সুখে
আর দাও ধুয়ে সব মড়ার অসুখ বাঁধছে বাসা আমার বুকে
আমি তোমার কাছে থাকবো ঋণি অনন্তকাল আপনি যেচে
সেই ঋণের বোঝা বইতে না হয় একটু হৃদয় দিলাম বেচে।
বলো বেচলে হৃদয় রাখবে কি তা যত্ন কোরে তোমার কাছে?

ও আঁধার তুমি কি সুখ নিয়ে দখল করো আমার ভূমি
আমি দু’চোখ বুজে তোমার কোলে রাখলে মাথা কে দেয় চুমি
তুমি মায়ের মতো আমার মাথায় হাত বুলিয়ে আনলে কি ঘুম
বলো তোমায় পেয়ে হয়নি কি রাত শান্ত এমন, এমন নিঝুম?
তবে একটু হৃদয় তোমায় দেবো রাখবে কি তা তোমার কাছে?

এখানে আপনার মন্তব্য রেখে যান