‘The fiercest and most successful of the Arabian warriors.’
_ The Decline And Fall of the Roman Empire: Gibbon
বেহেশতে যাবেন যিনি, তাঁর জন্যে নিষিদ্ধ রোদন।-
উমরের এ-আদেশ খালিদের মৃত্যুতে যখন
না-মেনে, উঠেছে তুঙ্গ কান্নার মাতম পথে পথে,
সঙ্গে সঙ্গে খলিফার হাতের চাবুক গর্জে ওঠে।
তখনই শোনেন তাঁর কন্যাই ক্রন্দন-কাতর।
দরোজার কাছে গিয়েও উমরের পা দুটি পাথর।
খোলা হলো না দরোজা। বসে পড়লেন। ততোক্ষণে,
চোখের পানিতে ভেসে গিয়ে, তাঁরও পড়েছিল মনে:-
বিদ্যুতের চেয়ে দীপ্র চমকায় আল্লার তলোয়ার।
ওহোদ, কাজিমা, ওয়াজাদা, ইয়ারমুক, আজ্নাদীন-
সব-কিছু শত্রুমুক্ত, সব-কিছু রঙিন-স্বাধীন।
যখনই ঝলকে ওঠে আকাশে আল্লার তলোয়ার-
দিন হয়ে ওঠে রাত্রি, রাত্রি হয় ঝলমলে দিন-
সূর্য বা চন্দ্রের মতো চমকায় আল্লার তলোয়ার।।