ছল ছল জল ভরা চোখ
আকাশের দিকে অপলোক
তাকিয়ে কি খোঁজে কোন সে তারা
ডাকে আর সে কি বোঝে তার ইশারা।।
কোন বেদনায় তার দুলছে পাতা
কোন হতাশায় সে যাচ্ছে ডুবে
সে কি জানে না এই রাত্রি শেষে
নতুন সূর্য হেসে উঠবে পূবে?
নাকি তাকে গ্রাস করে শূন্যতারা।
দূর দূর বহুদূর যেতে হবে শোনো
জীবনটা শুধু এক ছেলেখেলা নয়
ভাঙো তুমি যতোবার থেমে যাবে না
থেমে গেলে মেনে নিতে হবে পরাজয়।
কোন হতাশায় তার টলছে দু’পা
কোন আঁধারে সে যাচ্ছে মিশে
সকালের সোনা রোদ সে কি দেখে না
প্রতিদিন ঠিকই সে উঠছে হেসে।
এভাবে হারায় শুধু পরাজিতরা।
মন্তব্য করুন