প্রকৃতির সাথে তীব্র আত্মীয়তা আমার শৈশব থেকে
জীবনের প্রতিটি উপমা খুঁজেছি, পেয়েছি তার কাছে।
দুঃখে-ব্যথায়-দুঃস্বপ্নে, সুখে-আনন্দে-সৃষ্টিতে প্রতিক্ষণে,
আশ্রয়-নির্ভর-পটভূমি হয়ে আমি চেয়েছি জীবনে।
কিন্তু কি যে হলো, তার সাথে পরিচয়ে, প্রথম প্রণয়ে
আর এক মানুষী প্রকৃতি, প্রকৃতির আড়ালে জেগেছে;
রোদের রাজত্বে মন তার কাছে প্রশান্তি পেয়েছে.
বহুদূর পথ হেঁটে এই কবি সত্যি ফিরেছে আলয়ে।
আমি তোমার জগতে সুখ-স্বপ্ন-ছায়া, তৃষ্ণা-প্রেম-কাম
সবকিছু পেয়ে ফরহাদ হয়ে যাবো; গ্রীষ্মে ও বসন্তে
শরতে ও শীতে আমি আশ্রয় পেয়ে তোমার সবুজ আঁচলে
সৃষ্টিসুখে দু’চোখ সাজিয়ে দেবো মহাকাব্যিক কাজলে।