ঐ নীল নীল চোখে জোছনা / সাইফ আলি

ঐ নীল নীল চোখে জোছনা
আর লাল লাল ঠোঁটে জাগে ভোর
আমি শাদা-কালো স্বপ্ন পুষি
এই রঙচটা বুকের ভিতর।

তুই যা রে পাখি উড়ে যাবি যা
আমি তোকে আর বাধা দেবো না
বাধা পাখি জানি সেই গান করে না
যেই গানে শুরু হয় প্রেম প্রেম ঘোর।

তোর পালকের রঙ মাখে গোধুলি কি তাই
সন্ধ্যার প্রেম হাসে তার কবিতায়?
আর মেঘ বুঝি চাঁদরাতে তোর পাল্লায়
ভিজে একাকার হয় নীল জোছনায়-

তুই যারে পাখি উড়ে যাবি যা
আমি আকাশ বানাবো ঠিকানা
যে ডালেই আজ তুই বাধবি বাসা
আমাকেই পাবি ঠিক তার বরাবর।

এখানে আপনার মন্তব্য রেখে যান