জাগিয়া রাত যায় দেখিয়া চোখ ভরে রূপালি রাত্রিকে।
পরীর পাখনায় উড়িয়া যায় মন উদাস দিকে দিকে।।
বসুন্ধরা আজ ইডেন গার্ডেন, ভিজেছে জোছনায়।
সে-জোছনার ’পরে হরিণ খেলা করে চপল চার পায়।।
হাসনাহেনা আর গন্ধরাজে গেছে ভরিয়া সমীরণ।
সুবাস লাগে নাকে, পুলকে গাহে পিক, কাঁপিয়া ওঠে বন।।
নদীর জল নাচে, জলের ’পরে নাচে জোছনা আর চাঁদ।
দেখিয়া রাত যায়, মেটে না দুচোখের তবু দেখার সাধ।।
নিশুতি নিভৃতে জাগিয়া দুটি চোখ এবং অন্তর।
কেবলি ভালো লাগে রূপালি রাত আর মাটির কুঁড়েঘর।।
১০.১২.২০১৫ সিরাজগঞ্জ