একেই কি গো পিরিতি বলে লোকে?
অস্থির দোয়েল ফড়ফড় ওড়ে হৃদয়ের আরণ্যকে
সময় কি অসময় বোঝে না সে
বোঝে না ঝড়ের রাত, ডানা ঝাপটায় আকাশে আকাশে।
তাই বুঝি লোকে বলে, পিরিতির
জ্বালা বড় জ্বালা- আমি বলি, সুখের সে জ্বালা।
এই সুখ সমুদ্র-অরণ্য-নদী দেখে মেটে না
ভরে না মন দেখে পাহাড়-পবর্ত-গাছপালা।
পিরিতিতে দুটি নদীর সঙ্গম
দোতারায় দুটি সুরের ঝংকার
দুটি বিচ্ছিন্ন গ্রামের পথের মিলন
পিরিতি আমার জীবন-ওঙ্কার।